ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:৪৮ পি.এম
গোয়ালন্দে জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) -এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫ টায় গোয়ালন্দ উপজেলা ও পৌর জাসাসের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি গোয়ালন্দ আহম্মদ আলী মৃধা গ্রন্থাগার হতে বের হয়ে কামরুল ইসলাম কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ করে। পরবর্তীতে গ্রন্থাগার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর জাসাসের সভাপতি সাইফুর রহমান পারভেজ, উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবলু বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সিরাজুল ইসলামসহ উপজেলা, পৌর ও চার ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস)- এর সভাপতি নুরুল হক মিলন।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM