________ মোস্তাফিজুর রহমান। রাজশাহী ব্যুরো চীফ।
শনিবার দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পিছনে একটি পুকুরের ১৮ টি খাচা থেকে গবেষণার মাছ চুরির ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় গবেষণা প্রকল্পটির দায়িত্বে থাকা ফিসারিজ বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিকট মৌখিক অভিযোগ দেন বলে জানা যায় ।
ওই পুকুরে ফিসারিজ বিভাগের শিক্ষার্থীদের গবেষণার কাজ চলছিল । পুকুরে রুই ও কাতলা মাছের বৃদ্ধির উপর এবং তেলাপিয়া মাছের ‘ ফ্যাটি এসিড কম্পোজিশন ‘ প্রভাবের উপর গবেষণা করা হচ্ছিল । পুকুরে মাছের খাবার দেওয়ার দায়িত্ব ছিল গবেষণা কাজে নিয়োজিত শিক্ষার্থীদের ।
শনিবার বিকালে শিক্ষাথীরা পুকুরে মাছের খাবার দিয়েছিল । রবিবার সকালে খবর দিতে গিয়ে দেখেন, ১৮ টি খাচার সব মাছ চুরি হয়ে গেছে । পরে শিক্ষাথীরা দায়িত্বরত শিক্ষককে বিষয়টি জানান ।
পুকুরের নিরাপত্তার বিষয়ে আগে
একজন নিরাপত্তারক্ষী ছিল । অসদাচরণের দায়ে তাকে বাদ দেওয়া হলে পরবর্তীতে আর কোনো নিরাপত্তারক্ষী রাখা হয় নি ।
এ বিষয়ে সংশ্লিষ্ঠ থানায় মোকদ্দমা দায়েরের ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানা যায় ।