নেত্রকোণায় মহান বিজয় দিবস পালিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হল মহান বিজয় দিবস -২০২৪।দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে সূর্যদোয়ের সাথে সাথে কালেক্টরেট প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনি, পরে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।পাশাপাশি নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে জেলা বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়। সকাল ৮ টায় মুক্তারপাড়া মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনাসার ভিডিপি ও বিএনসিসির অংশগ্রহণে জেলা প্রশাসক বনানী বিশ্বাস পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধে শহীদদের স্মরণে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। পরে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ন আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদুসহ অন্যান্যরা।