গত ২৫ আগস্ট শুক্রবার রাজশাহী কাথালিক ডাইয়সিসের নায় ও শান্তি মিশনের উদ্যেগে এবং ওয়ার্ল্ড ভীষণ, গোদাগাড়ীর সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার মধুমাথ নামক সাতাল গ্রামে শতাধিক সাতাল আদিবাসীর অংশগ্রহণে রাস্তার দুপাশে এক হাজার দুশত তালের বীজ রোপণ করা হয়েছে ।
উক্ত তালবীজ রোপণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কাথলিক দাইয়সিসের নায় ও শান্তি কমিশনের আহব্বায়ক ফাদার সাগর কোরাইয়া এবং ওয়ার্ল্ড ভিশন, গোদাগাড়ীর এরিয়া ম্যানেজার মিসেস প্রেরণা চিসিম ।
এরিয়া ম্যানেজার ও অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটেছে । সে কারণে তালগাছের প্রয়োজনীয়তা অপরিসীম । তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় টা বজ্রপাত নিরোধে সহায়তা করে । তালগাছের উচ্চতা ও গঠনের দিক থেকে বজ্রপাত নিরোধে সহায়ক । তালগাছের পাশাপাশি নারিকেল গাছ, সুপারি গাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । তাই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন ।
অনুষ্ঠান শেষে রালীর মাধ্যমে রাস্তার দুপাশে তালের বীজ রোপণ করা হয় ।