ডিসেম্বর ১০, ২০২৪, ১০:০৪ পি.এম
রায়পুর উপজেলা এক দশক পরে বিএনপির কমিটি গঠন। দৈনিক নয়া কণ্ঠ

রায়পুর উপজেলা এক দশক পরে বিএনপির কমিটি গঠন
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রায় এক দশক পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান এবং সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে রায়পুর উপজেলার ৫৫ সদস্য এবং পৌর বিএনপির ৪৪ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেডএম মাজমুল ইসলাম মিঠু, আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সফিকুর রহমান ভূঁইয়া। অপরদিকে, পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবিএম জিলানি, আর সদস্য সচিব হয়েছেন সফিকুল আলম আলমাস।
কমিটি গঠন প্রসঙ্গে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি আসন্ন নির্বাচনের জন্য রাজনৈতিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে।
তারা আরও বলেন, এই কমিটি দলীয় নীতিমালা ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করবে। স্থানীয় কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন নেতারা। তৃণমূল কর্মীরাও নতুন কমিটির মাধ্যমে বিএনপির কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদী।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM