আড়াইহাজারে অটোরিকশা ছিনতাই দিন দিন বেড়েই চলেছে। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
৬০২
বার পঠিত
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাই দিন দিন বেড়েই চলেছে
ইলিয়াছ ভূঁইয়া ঃ সিনিয়র রিপোর্টার
আড়াই হাজার উপজেলা যেন অটোরিকশা ছিনতাই /চুরি/আর বিভিন্ন অপকৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার এক অভয়ারন্যে পরিণত হয়েছে। প্রতিদিন’ই উপজেলার কোনো না কোনো যায়গা থেকে এই জাতীয় অপকর্মের তথ্য পাওয়া যাচ্ছে। অসহায় এই চালকটি দিন শেষে তার প্রিয় গাড়িটি হারিয়ে খালি হাতে দু:খ্য কষ্ট আর বেদনাহত হয়েই বাড়ি ফিরছে, কোনো কোন ক্ষেত্রে হাত পা বেধেঁ মুখে স্কসটেপ লাগিয়ে রাস্তার ধারে মৃত্যুর মূখে ফেলেরেখে চলে যাচ্ছে। এই অটোরিকশা গুলোতে কোনো নাম্বার প্লেট না থাকায় থানা পুলিশের কাছে অভিযোগ করা যাচ্ছেনা বা অনেকেই এই ঝামেলায় জরাতে চাচ্ছেনা। অটোচালকেরা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আশুপদক্ষেপ ও এলাকায় এজাতীয় ঘটনা যাতে পূণর্বৃত্তি না হয় প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করেন। মানুষের জানমালের নিরাপত্তা এখানে বড়ই সংকটাপন্য।