আরএমপি’র অভিযানে দেশব্যাপী আলোচিত এমটিএফই রাজশাহী’র ২ প্রতারক আটক
রাজশাহী প্রতিনিধি:
মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে আরএমপি’র রাজপাড়া থানার পুলিশ। এ সংক্রান্তে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত সাংবাদিকদের মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনায় আসামি গ্রেফতারের বিষয়টি অবহিত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।