গাছের চারা রোপণ ও দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
২৫৩
বার পঠিত
গাছের চারা রোপণ ও দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন ।
___________ মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় চতুর্থ বারের মত নির্বাচিত ও প্রশংসিত ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটনের তত্ত্বাবধানে দরিখোরবনা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ ও দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করা হয় । এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার চিকিৎসা সেবা গ্রহণে ইচ্ছুক অসহায়, দরিদ্র জনগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, এই ওয়ার্ডে কাউন্সিলর নিজ উদ্যেগে মাঝে মধ্যে নিজ কার্যালয়ে অসহায় দুঃস্থ মানুষের চোখের চিকিৎসার ব্যাবস্থা করে থাকেন ।