নাটোর জেলার গোয়েন্দা ( ডিবি ) পুলিশের একটি অভিযানিক দল (২৩ আগস্ট) বুধবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় নাটোরের লালপুর উপজেলার চংধূপাইল ইউনিয়নের পোকন্ডা গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ ৭ জনকে আটক করে । সূত্রমতে জানা যায়, নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে । ওই অভিযানে পকুন্ডা গ্রামের মৃত গাফফার প্রা: এর ছেলে বাচ্চু মিয়া (৫৩) , তার স্ত্রী আদরি বেগম (৩৮) , বজলু মিয়া (৫০) ,বজলু মিয়ার ছেলে আলামীন হোসেন (২৭) , গোসাইপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাক আহমেদ (৫২) , বাঁশবাড়িয়া গ্রামের হাসুর ছেলে হাসান আলী (২৫) , এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর গ্রামের মৃত হজরত আলীর ছেলে আবুল কাসেম (৫০) , কে আটক করে । আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।