নভেম্বর ২৫, ২০২৪, ১০:৫৮ পি.এম
শীতকালীন বাজার – আব্দুস সাত্তার সুমন

শীতকালীন বাজার
আব্দুস সাত্তার সুমন
গরমকালে তীব্র দাম
শীতকালে আগুন,
ফুলকপি একশো টাকা
দেড়শ টাকা বেগুন।
আলুর কেজি ৮০ টাকা
মূলা তাহার সাথী,
শীতকালীন বাজার যেন
উল্কাপিন্ডের ছাতি।
বাঁধাকপি, নতুন শিমের
২০০ টাকা আলু,
দামের কথা শুনলে সবার
পুড়ছে মাথার তালু।
গরিব পায় না কোন কিছু
নতুন সবজি খাবে!
শীতের বাজার অগ্নিঝরা
কোথায় তারা পাবে?
পালন, লাল, পুঁইশাকের
৪০ টাকা আটি,
সবজি ছেড়ে এখন সবাই
খেতে হবে মাটি।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM