প্রবাসীর স্ত্রী রুনা খাতুন হত্যা মামালার ৩ আসামী গ্রেপ্তার। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
১০৮
বার পঠিত
প্রবাসীর স্ত্রী রুনা খাতুন হত্যা মামালার ৩ আসামী গ্রেপ্তার
হাফিজুর রহমান ঃ রাজবাড়ি
পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর রুনা খাতুন (৩০) হত্যা মামলার ৩ আসামীসহ
ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২১শে আগষ্ট সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে,পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯শে আগষ্ট শনিবার গভীর রাতে পারিবারিক কলহের জেরধরে নৃশংস ভাবে হত্যা করা হয় কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে।
আসামীরা হলো, ১। মিলন শেখ (২৭), ২। তেছেম সরদার (১৬), ৩। রিয়াজ জোয়াদ্দার (১৫)। এরা সবাই পাংশা উপজেলার মুচিদহ খামারডাঙ্গী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাবাদে তারা হত্যা কান্ডের সাথে জরিত থাকার কথা স্বীকার করেছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম,পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।