ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ও দিগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মো:ফারুক আহমেদ ঘাটাইল( টাঙ্গাইল)
টাঙ্গাইল ঘাটাইলে শনিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। দিঘলকান্দি ও দিগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেন, পতিত স্বৈরাচারনী হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। একইসাথে বর্তমান আন্তবর্তীকালীন সরকারকে ব্যার্থ হতে দেয়া যাবে না।
দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনছুর আহমেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর আরো অনেকেও।