প্রচন্ড গরম এবং বন্যার কারনে সারা দেশে সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
রাজশাহীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যোগাযোগ করা হলে তারা জানান, বর্তমানে সাপে কাটা রোগীদের জন্য কারো কাছে এন্টিভেনম ইনজেকশন নাই । বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন জনাব রাজিউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে রাজশাহী জেলায় সাপে কাটা রোগী না পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে অল্পসংখ্যক এন্টিভেনম ইনজেকশন থাকলেও তা মেয়াদ উত্তির্ণ হয়ে যায় । তাছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে ওই ইনজেকশন নাই । তবে আগামী দুই সপ্তাহের মধ্যে সরবরাহ পাওয়া যাবে মর্মে নিশ্চিত করেন ।