প্রবাসী বাবার হত্যার বিচারের দাবিতে ব্যানার হাতে শ্লোগান দিচ্ছে দুই সন্তান। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
৪৩৬
বার পঠিত
প্রবাসী বাবার হত্যার বিচারের দাবিতে, খুনিদের ফাঁসি চাই বলে ব্যানার হাতে নিয়ে স্লোগান দিচ্ছে দুই সন্তান
নুর মোহাম্মদ নিরব ঃ স্টাফ রিপোর্টার
শরীয়তপুর জেলার সখিপুর উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্রবাসী আলাউদ্দিন ‘স্ত্রীর’র পরকিয়ার বলি হন গত ২০ আগস্ট।
২২ আগস্ট শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং উক্ত এলাকার জনগণ একত্রিত হয়ে ❝প্রবাসী আলাউদ্দিন❞ -এর হত্যার বিচারের দাবিতে “মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে সবার মুখে একটাই স্লোগান আলাউদ্দিন হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।
দুটি নিস্পাপ সন্তান সারা জীবনের জন্য এতিম হয়ে গেলো, তাদের দেখে চোখের কোণে পানি ধরে রাখতে পারছিনা, এই রাষ্ট্র হয়তো তাদের বাবার খুঁনিদের ফাঁসি দিয়ে সান্ত্বনা দিবে! কিন্তু, এই রাষ্ট্র তাদের বাবাকে কখনো ফিরিয়ে দিতে পারবে না। আলাউদ্দিন ভাইয়ের বৃদ্ধ পিতা-মাতা ছেলে হারানোর শোকে কাতর হয়েই বাকি জীবন পার করবে। এমনি বলছিলেন এলাকাবাসী। সবাইকে মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামিন এই শোক সহিবার শক্তি দান করুক ও অবুঝ বাঁচ্চাদের মুখে হাসি ফোটাতে সরকারের কাছে বিনিত আবেদন জানান একালার সর্বস্তরের মানুষ। উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দাবী খুঁনিদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হউক।
মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমদ টুকু বেপারী এবং ইউপি সদস্যগণ সহ এলাকাবাসী।