1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আড্ডা দেওয়ার সময় ধরা খেলো নাটোর ছাত্রলীগের সাবেক সভাপতি নিয়ামতপুর পানি ব্যবস্থাপনার সমবায় সমিতির খাল খননের টাকা আত্মসাৎ নড়াইলের লোহাগড়ায় তিল খেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ সাংবাদিকের দোকানে চুরি ৯দিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি কেউ  টাঙ্গাইল সখীপুরে রাতের আঁধারে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী পাংশায় অস্ত্র উদ্ধার অভিযান পাইপগানসহ যুবক আটক গোদাগাড়ীতে জনকল্যাণে অবিচল ইউএনও ফয়সাল আহমেদ  অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই: প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  অটোচালক বাবা কি তার অনার্স পড়ুয়া মেয়ে সুকন্যা’র মৃত্যুর সঠিক বিচার পাবে ঘাটাইলে কাব কার্ণিভাল উদ্বোধন করেন

বালিয়াকান্দিতে গৃহবধূ হত্যায় আসামি গ্রেপ্তার ফাঁসির দাবিতে মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তেতুঁলিয়া গ্রামের
গৃহবধূ হত্যায় আসামি গ্রেফতার ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজবাড়ি প্রতিনিধি ঃছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ীতে গৃহবধূ মিনু হত্যায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহবধূ মিনু বেগম (৩০) হত্যা মামলায় স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। সোমবার (২১) আগস্ট রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
উজ্জল শেখকে গ্রেফতার করে র‍্যাব ও জহুরা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়া গ্রামের উজ্জল শেখ (৩০) ও তার মা জহুরা বেগম (৪৭)।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।
তিনি জানান, ১২ বছর আগে আপন চাচা ছাত্তার শেখের মেয়ে মিনু বেগমকে বিয়ে করেন উজ্জল শেখ। তবে এ দম্পতির কোনো সন্তান না হওয়ায় তিন বছর আগে আরেকটি বিয়ে করেন উজ্জল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মিনুকে মারধরও করতেন স্বামী। এসব বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে গত ৫ আগস্ট ভোরে স্ত্রী মিনু বেগমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকির ভেতর ফেলে দেয় উজ্জল। এ কাজে উজ্জলকে সহযোগিতা করেন তার বাবা কুদ্দুস শেখ ও মা জহুরা বেগম। এরপর মিনু অন্য কারো সঙ্গে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন উজ্জ্বল।
এদিকে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মিনুকে না পেয়ে উজ্জল ও তার বাবা-মায়ের বিরুদ্ধে গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় অভিযোগ করেন মিনুর মা। পরে ১৯ আগস্ট উজ্জলের বাড়ির টয়লেট থেকে গন্ধ বের হলে সাংবাদিক এর কাছে তথ্য দেয় মিনুর খালা জর্ডান প্রবাসী,পরে পুলিশকে খবর দেয় সাংবাদিক । পরে পুলিশ টয়লেটের রিং স্লাব তুলে ট্যাংকির ভেতর থেকে মিনুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনা জানাজানির পর মিনুর স্বামী উজ্জল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় ওই দিনই মিনুর মা সোনা বানু বাদী হয়ে উজ্জল ও তার বাবা-মা সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেন।
হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে মামলার প্রধান আসামি উজ্জল শেখকে গ্রেফতার করে র‍্যাব।
অপরদিকে মামলার তিন নম্বর আসামি জহুরা বেগমকে গ্রেফতার করে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ।
শ্বশুূরবাড়ির টয়লেটের ট্যাংকি থেকে
বাথরুমে গৃহবধূর মরদেহ,উদ্ধার করে ও এলাকাবাসী বালিয়াকান্দি থানা পুলিশ পরিবারের প্রতিবেশী ওই এলাকার আশেপাশে জনগণ মানববন্ধন করে আসামিদের ফাঁসি চাই

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD