নভেম্বর ১৫, ২০২৪, ১১:৩১ পি.এম
মাছ ধরবে কন্যা – আব্দুস সাত্তার সুমন

মাছ ধরবে কন্যা
আব্দুস সাত্তার সুমন
নৌকা চড়ে গ্রামের কন্যা
ধানের ক্ষেতের পাশে,
টেংরা পুঁটি ধরবে মাছ
চুপ্টি করে বসে।
পিপীলিকার বাসা ভেঙে
সাদা ডিমের ছানা,
বড়শি দিয়ে স্বীকার করে
দিচ্ছে গরমে দানা।
দুই ধারেতে ফাত পেতেছে
ধরা পড়লো রুই,
মাগুর, কাতল ধরবে ওটা
ছিপ গিলেছে কৈ।
ধানের ক্ষেতে স্বচ্ছ পানি
ঘুরে বেড়ায় টোনা,
অবশেষে ধরছে এবার
বোয়াল মাছের পোনা।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM