জাঙ্গালিয়া বাজার থেকে আড়াই হাজার যাওয়া এখন অসম্ভবই প্রায়। বাস ট্রাক বটবটি অটোরিকশা ইত্যাদি নিয়ে দাসির দিয়া বটতলা যাওয়ার আগের ব্রিজের দু পাশে রাস্তা ভেঙ্গে বিপদজনক অবস্থায় আছে।আড়াই হাজার সদরে যাওয়ার এই রাস্তাটি এতোটাই বিপদজনক
হেটে আসা ছাড়া কোন উপায় নেই। ব্রিজ থেকে নামতে গেলেই গাড়ী খাদে পরে জীবনের নিরাপত্তায়হীনতায় ভুগছেন এলাকার মানুষ।
এখানে উল্লেখ্য যে জাঙ্গালিয়া বাজার একটি বড় ব্যাবসা বানিজ্যের স্থান হলেও
এখন মালামাল বাজারে আনার অন্য কোনো বিকল্প নেই।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিদ্রুুতম সময়ের মধ্যে রাস্তা এবং ব্রিজের দু পাশ মেরামতের ব্যাবস্থা করে এলাকার সকল মানুষের চলাচলের পথ সুগম করে দিতে এলাকার জনসাধারণ দাবি জানায়।