রাজশাহীতে আকিজ ফ্যান পরিবেশক সম্মেলন
রাজশাহী ব্যুরো ঃআকিজ ইলেকট্রো ইণ্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে রাজশাহীতে আকিজ ফ্যান পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শীতকালীন ফ্যান বুকিং-২০২৪ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর পবায় (বিএলসি ভুগরইল, ব্র্যাক লার্নিং সেণ্টার) এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আকিজ অ্যাণ্ড আকিজ হোল্ডিংসের জেনারেল ম্যানেজার মো: আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হেড অব সেলস এসএম শাহজাহান, আকিজ ইলেকট্রো লিমিটিডের সিনিয়র ম্যানেজার প্রোডাকশন মো: সাজ্জাদ আকরাম এবং আকিজ অ্যাণ্ড আকিজ হোল্ডিংসের ব্যাণ্ড ও মার্কেটিং ম্যানেজার মো: তানজির আলম প্রমুখ। সম্মেলনে রাজশাহী বিভাগের আটটি জেলার ১৬০ জন পরিবেশক উপস্থিত ছিলেন।
এতে আগত পরিবেশকদের উদ্দেশে বক্তারা বলেন, ৭৪ বছরের ঐতিহ্য নিয়ে ১৯৫০ সাল থেকে আকিজ গ্রুপ অত্যন্ত সুনাম ও সফলতার সাথে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আকিজ ইলেকট্রো ইণ্ডাস্ট্রি লিমিটেটেড নান্দনিক ও গুণগত মানসম্পন্ন সিলিং ফ্যান উৎপাদন ও বাজারজাত করে আসছে। এ প্রডাক্টটি দেশের সম্ভাবনাময় ইলেকট্রিক জগতে সুনাম অর্জনে এগিয়ে যাবে। #