রাজবাড়ীর বেলগাছি রেলস্টেশন এলাকায় বোমা বিস্ফোরণে সুমন শেখ (১৭) নামে এক বাক প্রতিবন্ধী কিশোরের হাতের কব্জি উড়ে গেছে।
আজ রোববার (২০শে আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইফতেখারুজ্জামান জানান, বেলগাছি রেলস্টেশন এলাকায় বোমা বিস্ফোরণে সুমন শেখ (১৭) নামে একজন আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।