সখিপুরে পরকীয়ার বলি হলো দুবাই প্রবাসী আলাউদ্দিন। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
৫১১
বার পঠিত
শরীয়তপুর জেলার সখিপুরে পরকীয়ার বলি হলো এক দুবাই প্রবাসী
শরীয়তপুর ঃ প্রতিনিধি
স্ত্রী পরকীয়ায় আসক্ত -এর প্রতিবাদ করায়, প্রেমিকের হাতে খুন হতে হলো প্রবাসী স্বামীকে।
শরীয়তপুর জেলার, সখিপুর উপজেলা উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, হাজী আঃ রশিদ মাঝির কান্দি, তিন রাস্তার মোড়ে দুবাই প্রবাসী “আলাউদ্দিনের” স্ত্রীর সাথে পরকীয়ার ব্যাপার নিয়ে এনায়েত উল্যাহ মৃধার ছেলে আব্দুল্লাহ, মজিল বেপারীর ছেলে পরকীয়া স্ত্রী’র স্বামী আলাউদ্দিন কে গলায় কেঁচি ঢুকিয়ে হত্যা করেছে এবং আরো একজন আহত অবস্তায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
সখিপুর থানা পুলিশ খবর পেয়ে যাওয়ার পর পরই সাথে সাথে আসামীদের ধরতে সক্ষম হয়েছে। [মৃত আলাউদ্দিন দুই সন্তানের বাবা]
এলাকাবাসী বলেছেনঃ এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি, সেই সাথে এই নারী যেন পার না পেয়ে যায়, সেদিকে সচেতন মহলকে নজর রাখতে হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারী ও পরকীয়ায় লিপ্ত থাকা উভয়ের এমন কঠিন শাস্তি দিতে হবে, যাতে করে এটা দেখার পর পরবর্তীতে কেউ এরকম কর্মকান্ড করতে আর সাহস না পায়।