মোস্তাফিজুর রহমান। রাজশাহী ব্যুরো চীফ।
১৮ ই আগস্ট শুক্রবার রাতে নগরীর নানকিং দরবার হলে রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির নব – নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ।বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সচিব ( প্রশাসন ও সম্প্রসারণ ) এমদাদুল বারি বিসিক আঞ্চলিক পরিচালক মোঃ রেজাউল আলম সরকার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী ।
অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন, বাংলাদেশ রেশম মালিক শিল্প সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের মুন্না ও সহ সভাপতি মোঃ সাজ্জাদ আলী এবং নাজমুল হক নান্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোসা: নিলুফার ইয়াসমিন ও আঞ্জুমান আরা পারভিন লিপি । নব – নির্বাচিত কমিটির পরিচিতি, ক্ষমতা হস্তান্তর ও শপথ পাঠ করান নির্বাচন কমিশনার এডভোকেট মোমিনুল হক বাবু ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল কাদের মুন্না, সহ সভাপতি পদে যথাক্রমে মোঃ সাজ্জাদ আলী, মোসা: নিলুফা ইয়াসমিন ও নাজমুল হক নান্টু । যুগ্ম সম্পাদক পদে মোসা: সেলিনা বেগম, কোষাধক্ষ্য পদে শাহ মোঃ শরিফুল আলম, প্রচার সম্পাদক পদে আঞ্জুমান আরা পারভিন, সাংগঠনিক ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোঃ রফিক হাসান লালচাদ, দপ্তর সম্পাদক পদে মোঃ মেরাজুদ্দিন, তাছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাসেন আলী, মোসা: শাহনাজ পারভীন, মোসা: রশিদা পারভিন, মোসা: নার্গিস পারভীন, মোঃ সালাম শেখ রাজু, মোঃ তোহিদুল আলম, মোসা: উম্মে হাজ্ব সিদ্দিকা, মোঃ আমিনুল ইসলাম বাবু, মোঃ আব্দুল জলিল সরকার, মোঃ আরিফ আহসান টিটু,ও আলহাজ্ব মোহাম্মদ নাদিম ।