পাবনা ঈশ্বরদীতে গ্রামীণ ব্যাংকের পক্ষ হতে প্রায় আঠাশ হাজার গাছের চারা বিতরণ ।
মোস্তাফিজুর রহমান। রাজশাহী ব্যুরো চীফ।
শুক্রবার ( ১৮ আগস্ট) গ্রামীণ ব্যাংক, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া শাখার পক্ষ থেকে ব্যাংক সদস্যদের মাঝে দেশব্যাপী সবুজ বনায়ন সৃষ্টি এবং বিভিন্ন ফলের চাহিদা পূরনের লক্ষে চৌদ্দ হাজার দুই শত ফলজ গাছের চারা ও তেরো হাজার পাঁচ শত বনজ গাছের চারা বিতরণ করা হয় । শোকের মাসকে স্বরনীয় করে রাখতে এবং ” গাছে গাছে ভরবে দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ ” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে এসব চারা বিতরণ করা হয় । গ্রামীণ ব্যাংকের দাশুড়িয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল হাসান, সহকারী ব্যবস্থাপক মোঃ এনামুল হকসহ সকল সহকর্মীবৃন্দ ।