৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মোঃ জেবর আলী শপথ গ্রহন অনুষ্ঠান ।
মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো চীফ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজশাহী জেলার পবা উপজেলার ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে গত ১৭ ই জুলাই ‘২০২৩ তারিখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মোঃ জেবর আলী দল হতে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রাথ্রী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন । অদ্য ১৭ আগস্ট /২০২৩ তারিখে ৬ ন : হরিয়ান ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান পদে মোঃ জেবর আলীকে শপথ বাক্য পাঠ করান রাজশাহীর জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ । শপথ বাক্য শেষে চেয়ারম্যান মোঃ জেবর আলী হরিয়ান বাসীর উদ্দেশ্যে বলেন, হরিয়ান বাসীর অফুরন্ত ভালোবাসায় যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে তিনি তা যেনো সঠিক ও যথাযথ ভাবে পালন করতে পারেন সে জন্য সবার দোয়া কামনা করেছেন ।