অক্টোবর ২৮, ২০২৪, ১:১০ পি.এম
ইরানি ঢল – আব্দুস সাত্তার সুমন

ইরানি ঢল
আব্দুস সাত্তার সুমন
সাহিত্যকে ভালোবেসে
বুক করে টলমল,
ফিলিস্তিনের কাব্য কথা
আমরা ঐক্যদল।
লেখক লেখিকার মিলনমেলায়
বাংলায় ইরানি ঢল,
ফিলিস্তিনকে ভালোবাসি
চোখে আসে জল।
ধর্ম গোত্র সর্বোপরি
ভালোবাসি তাকে,
কলম সৈনিক এসেছিল
হাজার ঝাকে ঝাকে।
ভালোবাসি ভালোবাসি
অন্তর দিয়ে তোমায়,
শত শত মাইল থেকে আজ
ডাকছে যেন আমায়।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM