অক্টোবর ২৪, ২০২৪, ১২:৫৫ এ.এম
এসো নীলাম্বরী পরে – শাহজালাল সুজন

এসো নীলাম্বরী পরে
শাহজালাল সুজন
খুঁজেছি আমি ধরার বুকে
গিরি ঝর্নার মাঝে,
শরত মেঘে কুহেলি বায়ে
শীতলতার ভাঁজে।
সাদা শাড়ি জড়িয়ে গায়ে
আঁচল ছোঁয়া কাশে,
বিভোর হয়ে দেখেছি রোজ
তোমার ছবি ভাসে।
আঁচড় কেটে নীলচে পাহাড়
কাকর বুকে দিঠি,
সবুজ লতা কেড়েছে মন
ধূসর খামে চিঠি।
অবাক চোখে তাকিয়ে আছি
সাঁঝ গোধূলি ধরে,
আবার এসো নীলের মেয়ে
নীলাম্বরী পরে।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM