সৌদিআরব এর জেদ্দাহ কনস্যুলেট জেনারেলে জাতীয় শোক দিবসের আলোচনা ও শ্রদ্ধা নিবেদন
জেদ্দাহ (সৌদি) প্রতিনিধি
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদিআরব এর জেদ্দায় অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল কর্তৃক আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও পূষ্পমাল্য প্রদান করা হয়।
সৌদিআরব সময় সকাল (৬:৩০ মিনিটে) কনস্যুলেট অফিস চত্ত্বরে জেদ্দাহ কনসাল জেনারেল নাজমুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান।
পরে সৌদিআরব এ বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত সংগঠন ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দাহ মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।