জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জাতীয় শোক দিবসে যৌথ রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।
যতদিন রবে পদ্মা যমুনা, গৌরী মেঘনা বহমান , ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান । দিকে দিকে আজ রক্তগঙ্গা, ওয়ারুগঙ্গা বহমান, তবু নাহি ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান । সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে সংগঠনের যৌথ রালি আক্কেলপুর বাজার হয়ে উপজেলা চত্বরে শেষ হয় ।