অক্টোবর ১১, ২০২৪, ৭:৪২ পি.এম
জানতে হবে- ইয়াকুব আলী তুহিন

জানতে হবে
ইয়াকুব আলী তুহিন
আজকে আমার চলতে হবে
সত্য কথা বলতে হবে।
ভাবতে হবে
জাগতে হবে
পড়তে হবে বইকে।
মনের মাঝে স্বপ্ন রেখে
ছুঁতে হবে শিখরকে।
আজকে আমার শিখতে হবে
হৃদয়ের গান লিখতে হবে।
জানতে হবে
টানতে হবে
নতুন কোনো রূপকে।
আলোর মতো ছড়িয়ে দিতে
মানবতার ঢেউকে।
আজকে আমার জানতে হবে
সময়কে ঠিক মানতে হবে।
চেষ্টা করে
পথের পরে
রেখে যেতে ছাপকে।
সাহস নিয়ে যুদ্ধ করে
ভাঙতে হবে ভয়কে।
আজকে আমার স্বপ্ন দেখে
জীবনের গান গাইতে হবে।
সত্যের পথে
বাধার সাথে
পার হতে হবে ঢেউকে।
চিন্তার আলো জ্বালিয়ে রাখতে
জাগাতে হবে হৃদয়কে।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM