রাজবাড়ি দৌলতদিয়ায় ভয়াবহ পদ্মা নদীর ভাঙন শুরু – নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
২১৫
বার পঠিত
রাজবাড়ি দৌলতদিয়ায় ভয়াবহ পদ্মা নদীর ভাঙন শুরু
হাফিজুর রহমান ঃ রাজবাড়ি
রাজবাড়ি দৌলতদিয়ার পদ্মা নদীর ৬নং ফেরীঘাট এলাকায় ভয়াবহ নদী ভাঙান শুরু করেছে। গতকাল সন্ধায় এ ভাঙনে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলিন হয়ে চলে গেছে ১টি পরিবারের বসতভিটা সহ বাড়ীঘর। এতে যেকোন সময় নদী গর্ভে চলে যেতে পারে আরো অন্তত ২০টি পরিবার। তাতে মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থা বিরাজ করছে,অত্র এলাকায় বসবাস করা অন্তত ১ হাজার পরিবারের ৫ থেকে ৬ হাজার মানুষের মধ্যে। বিআইডব্লিউটিএ পক্ষ থেকে নামমাত্র জিওব্যাগ ফেলে নদী ভাঙান রোধের চেষ্টা করা হচ্ছে।
তাতে বিশেষ কোন ফল হয়না বলছেন এলাকাবাসী, কারণ জিওব্যাগ নদীর পানির উপরিভাগে ফেলা হয়৷ তা বেশিরভাগ ক্ষেত্রেই ভাঙানে পৌছায় না জিওব্যাগ, নদীর স্রোতে ভেসে চলে যায়। স্থায়ী ব্যবস্থা না নিলে, জিওব্যাগ ফেলে লোক দেখানে হচ্ছে বলে দাবী করেন তারা।
আর দায় সারা কথা জানালেন বিআইডব্লিউটিএ আরিচা জোনের নির্বাহী প্রকৌশলী,মোঃ জহিরুল ইসলাম,বললেন নদী ভাঙান রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ। আগামীতে নদী শাসনের জন্য নেওয়া হবে স্থায়ী ও কর্যকর ব্যবস্থা।
জেলার দৌলতদিয়া পদ্মাপাড়ের মানুষ প্রায় ১০বছর যাবত নদী শাসনের দাবী জানিয়ে আসলেও,শুধু মাত্র নদী শাসনের আশ্বাস ছাড়া,বাস্তবয়নে দেখা যায়নি কিছুই।