অক্টোবর ৫, ২০২৪, ১২:৩৫ এ.এম
সোনার ইলিশ -আব্দুস সাত্তার সুমন

সোনার ইলিশ
আব্দুস সাত্তার সুমন
সোনার ইলিশ রুপা দিয়ে
বেঁধে রাখা মাছ,
খেতে হলে রোপন করি
টাকায় ধরা গাছ।
লালন পালন করতে হয় না
নদী থেকে আসে,
হাজার টাকা ধনী গুনে
খাচ্ছে বারোমাসে।
গরিব এখন ঘ্রাণে বাঁচে
পাঙ্গাস তাদের আশা,
শোভা পাচ্ছে ইলিশ এখন
বড় লোকের বাসা!
হাটবাজারে সোনালী ইলিশ
ফিরে দেখি সেথায়,
মাছ ধরছে ঝাঁকে ঝাঁকে
যাচ্ছে এসব কোথায়?
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM