ক্ষত-বিক্ষত করে দিয়েছে আমাকে সহস্রাব্দের নিষ্ঠুরতা ;
আমি ঘুমুতে পারি না।
তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে আমার দুটো শান্ত আঁখি;
বারংবার বীভৎস স্বপ্ন দেখে আঁতকে উঠি।
আমি ঘুমুতে পারি না।
কেউ কি বলবে এ কথা মিথ্যে?
প্রতিদিন কত যে স্বপ্ন দেখি জেগে জেগে;
যেন স্বপ্ন দেখি আর ভেঙে যায় কতবার;
ভেঙে যায় আর শুরু করি।
এভাবেই দিন চলে যায় স্বপ্ন দেখা আর ভাঙা-গড়া।
আমি ঘুমুতে পারি না।।