সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১:৪০ এ.এম
খুকুর একদিন -মাহফুজা রহমান

খুকুর একদিন
মাহফুজা রহমান
বৃষ্টি ছিল ঝিরিঝিরি
খুকু মন সেতো ভারী,
যেন সে করছে চুরি
দূরের হাওয়া করি!
আলতা নূপুর পায়ে
ওড়না জড়িয়ে গাঁয়ে,
খেলছে খেলা জমিয়ে
বৃষ্টিয়ে মন ভিজিয়ে!
পুতুল দিলাম বিয়ে
কেঁদে কেঁদে কি ঘামিয়ে,
ঢাকে সানাই বাজিয়ে
খুশীতে মজিয়ে হিয়ে!
আঁধার এলো ঘনিয়ে
ভাবনা ভাবি গুটিয়ে,
গেলো বউ তুলে নিয়ে
কিযে হবে রাতে যেয়ে!
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM