সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:৪৫ পি.এম
দূর গগনে – আব্দুস সাত্তার সুমন

দূর গগনে
আব্দুস সাত্তার সুমন
দূর গগনে মিটিমিটি
জ্বলছে হাজার তারা,
দূর গগনে ঝাপসা আলোয়
জ্বালায় বাতি যারা।
দূর গগনে ধোয়া ধোয়া
কুয়াশাতে ভরা,
দূর গগনে ওপার থেকে
দেখছে যাদের ওরা।
দূর গগনের আলোর রশ্মি
সূর্য চাঁদের ভেলা,
দূর গগনে মাখলুকাতে
মিলছে মিলন মেলা।
দূর গগনে বর্ষা রাজি
মুষলধারায় বইছে..
দূর গগনে মানব জাতি
ভালোবেসে রইছে।
দূর গগনের স্বপ্নটাকে
কল্পনাতে দেখি,
দূর গগনে দূরের থেকে
তাইতো সদা লেখি।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM