সেপ্টেম্বর ২৩, ২০২৪, ২:১৫ এ.এম
তারা শিক্ষিত – আব্দুস সাত্তার সুমন

তারা শিক্ষিত
আব্দুস সাত্তার সুমন
মা-বাবার কথা শোনে না
সুশীল ছাত্র-ছাত্রী!
ওস্তাদজিকে মারে ধরে
সু-সমাজের যাত্রী।
শিক্ষাগুরু মাথার মুকুট
সিনিয়রদের কথা!
মুখোশধারী অফিস কলিগ
পাশে থাকে যথা।
জুনিয়াররা মহাজ্ঞানী
বাবা মাকে মারে,
গুরুজনদের বঞ্চনা দেয়
আঘাত দিচ্ছে তারে।
বৈষম্য পেলো কোথায়?
সভ্য মহান বেটা!
যেটা দিচ্ছো তোমরা এখন
ফিরে পাবা সেটা।
তারা নাকি শিক্ষিত আজ
বিবেকহীন দানব!
নবজাতক দেখবে এসে
বিবেক শূন্য মানব।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM