মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো চীফ
শনিবার (১২আগস্ট) চাঁপাই নবাবগঞ্জের নাচোলে পৃথক দুটি চুরির ঘটনায় স্বর্ণ, টাকা, মোটরসাইকেল ও চাকুসহ চার আসামিকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার লয়লাপারা গ্রামের মেরাজ আলীর ছেলে সাজাহান আলী (২৭) , বারোঘরিয়া মাস্টারপাড়ার দুলালের ছেলে আরিফুল ইসলাম (৩১), বড় ইন্দ্বারা মোড়ের কালামের ছেলে মোবারক (৩৪) , শিবতলা মালোপাড়ার শ্রী সম্ভূ সরকারের ছেলে সুমন (৩৮) ।
এ বিষয়ে নাচোল থানায় পৃথক দুটি চুরির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব ছাইদুল হাসান, পিপিএম এর দিক নির্দেশনায় শুক্রবার রাতে নাচোল থানার অভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ থানা এলাকায় এবং রাজশাহী নগরীর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেফতার করে । তাদের তথ্যমতে পাঁচ ভরি পাঁচ আনা স্বর্ণ, চোরাই স্বর্ণ বিক্রির ৪৩,৮০০/ টাকা, চোরাই কাজে ব্যবহারকৃত দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন,ও একটি টিপ চাকু উদ্ধার করেন ।