আমি তোমার দেয়া সবগুলো আঘাত সযত্নে রেখে দিয়েছি।
ভেবোনা তুমি -
তোমার দেয়া আঘাতগুলো আমি ফিরিয়ে দেবো,
আমি তো তোমার মত হতে পারিনি।
হয়তো ভেবেছ, কেন রেখে দিয়েছি- তাই না?
তোমার সেই মিথ্যা ভালোবাসা সবই তো তুমি কেড়ে নিলে -
বাকি রইল তোমার দেয়া সেই সবুজ আঘাতগুলো।
আমি আজ এই সবুজ আঘাতকেই বড্ড ভালোবাসি।
এটাই তো- তোমার দেয়া
এই স্মৃতিটাই আমার কাছে রয়ে যাওয়া-শেষ পাওয়া ।