অগাস্ট ৩০, ২০২৪, ১২:০৬ এ.এম
জীব বড়ো -মাহফুজা রহমান। দৈনিক নয়া কণ্ঠ

জীব বড়ো
-মাহফুজা রহমান
যত ফাঁকি
ততো ঝুঁকি,
জেনো খুকি
নয় মেকি!
ফাঁকি কাজ
ধরে বাজ,
করে সাজ
বেড়ে রাজ!
যাহা করো
জমা ধরো,
হলে জড়ো
পাবে বড়ো!
কম হলে
বাকী বলে,
কোন ছলে
যাবে কলে!
সত্যি যেটা
বলি সেটা,
মেনো ব্যাটা
নয় খোটা!
ভাগ্য ফল
চেনে বল.?
যতো দল
খাবে খল!
যেথা বসে
বুবু কষে,
পাবে শেষে
ভাগ্য দোষে!
প্রাণে মারো
ভেবে করো,
জীব বড়ো
বাকী ছেড়ো!
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM