রাজশাহী গোদাগাড়ীর কৃষকের
সন্তান মো: শাহীন আলী (ইউসুফ)
৪১ তম বিসিএস
হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
মোস্তাফিজুর রহমানঃ রাজশাহী
ক্যাডার
৪১ তম বিসিএস
পরীক্ষার ফলাফলে পুলিশ ক্যাডারে
সুপারিশ প্রাপ্ত হয়েছেন রাজশাহী
গোদাগাড়ী পৌরসভার হাটপারা
এলাকার মো: নাঈমুল হকের ছোট
সন্তান মো: শাহীন আলী (ইউসুফ)
তিনি ২০০৬
|
সালে জিপিএ ৫.০০ নিয়ে এস এস
সি এবং ২০০৮ সালে জিপিএ ৫.০০
নিয়ে এইচ এস সি পাশ করেন।
পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়
হতে সিজিপিএ ৩.৬৫ নিয়ে স্নাতক
ডিগ্রি ও ২০১৩ সালে সিজিপিএ ৩.৮৮
নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন
। পড়াশোনা শেষে শিল্প মন্ত্রনালয়ের
সব অ্যাসিস্টেন্ট কেমিস্ট এবং শ্রম ও
কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম পরিদর্শক
হিসেবে চাকুরি করেন। বর্তমানে
তিনি ৩৮ তম বিসিএস নন ক্যাডার
থেকে রসায়ন বিভাগের প্রভাষক
হিসেবে নাচোল সরকারি টেকনিক্যাল
স্কুল ও কলেজে কর্মরত রয়েছেন।
চাকুরীর পাশাপাশি পড়াশোনা করে
অবশেষে চতুর্থবারের চেষ্টায় ৪১ তম
বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে
সহকারী পুলিশ সুপার পদে সুপারিশ
মো: শাহীন
প্রাপ্ত হন ।
আলী (ইউসুফ) ছোটবেলা থেকেই
পড়াশোনায় মনোযোগী ছিলেন ।
একজন কৃশকের সন্তান হয়ে নিজের
মেধায় এবং পরিবার ও শিক্ষকদের
অনুপ্রেরণায় নিজ জীবনের আশা
আকাংখা পূরণে সক্ষম হয়েছেন।
তার ছোট বেলা থেকে স্বপ্ন ছিলো
বিসিএস ক্যাডার হয়ে দেশ ও দেশের
সেবা করবেন। মহান আল্লাহ তার সে
আশা পূরণ করেছেন।