শেখ ফজিলাতুন্নেসা মুজিব গবেষনা কেন্দ্রের আয়োজনে মহীয়সী নারী বীর মুক্তিযোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৪ তম জন্মদিন উপলক্ষে
আলোচনা সভা।
নিজস্ব প্রতিনিধি
সংগঠনের সভাপতি এ.বি.এম. বায়েজীদ এডভোকেট, এর সভাপতিত্বে
সুপ্রিম কোর্ট বার ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গবেষনা কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা, শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্বাধীনতা এবং দেশের জন্য তার যে আত্মত্যাগ সেটাকে স্মরণ করে বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথি ছিলেন, ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
উদ্বোধনী বক্তা, অধ্যাপক ড. কামরুল হাসান খান, সাবেক উপাচার্য শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,।
আলহাজ্ব মোঃ শাহে আলম মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ,।
অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার,
অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু,
বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, সদস্য শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ,
মোঃ আবদুর নূর দুলাল এডভোকেট,
ওমর ফারুক,
মতিউর রহমান লাল্টু।
সঞ্চালক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান সাধারণ সম্পাদক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিৰ গবেষণা কেন্দ্র।