মধুখালীতে পাঠ চাষীদের মুখে হাসি ফুটালেন চেয়ারম্যান গোলাম কিবরিয়া
সুজল খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বৈরী আবহাওয়া ও খড়ায় যখন খাল বিল ডোবা নালা পানি শুন্য । পাট জাগ দেওয়ার জন্য পানির হাহাকার। সে সময় পাট চাষিদের কথা চিন্তা করে খালে পাট জাগ দেওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার ব্যাক্তিগত উদ্যোগে খালে দিলেন পানি।
৫ আগস্ট শনিবার উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর মাঝি বাড়ী থেকে চত্রাবিল পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার খালে ১৮টি অগভীর নলকুপ থেকে একযোগে পানি দেওয়ার উদ্যোগ গ্রহন করলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। শনিবার দুপুর ১২টায় শ্রীনাথপুর মাঠে বটতলায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলভীর রহমান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা সুব্রত কুমার দত্ত,গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া,ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলীম মোল্যা, ইউপি উদ্যোক্তা অমিত কুমার জোয়াদ্দার ও স্থানীয় চাষীগণ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার ব্যাক্তিগত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্ছাসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় চাষীরা। প্রশংসায় ভাসছেন তিনি। মাঠে একরের পর একর পাট দাঁড়িয়ে আছে। শুকিয়ে যাচ্ছে ক্ষেতে । শ্রীনাথপুর মাঠের পাটচাষীরা, পাট কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুকনা খালে ভরে যাবে পানিতে ফিরে পাবে তার হারিয়ে যাওয়া যৌবন। চাষি তার চাহিদা মত পাট জাগ দিতে পারবেন বলেই আশা করছেন। এ দূর সময়ে চাষীদের পাশে চেয়ারম্যানকে পেয়ে খুশি তারা । এখন শুকনা খালে পানি। এ বছর উপজেলায় ৮ হাজার ৮৬০ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে।