জুলাই ১৮, ২০২৪, ১১:১৪ পি.এম
স্বার্থে দ্বিমত – সোহরাব হোসেন

স্বার্থে দ্বিমত
সোহরাব হোসেন
কেমন জানি শহরের চারপাশ এখন
প্রায়ই নিস্তব্ধতার বেষ্টনীতে আবদ্ধ!
ভাঙা ছেঁড়া জুতা সেন্ডেলে ছেয়ে গেছে
শহরের প্রধান রাস্তাগুলো।
তিনচাকার ড্রাইভারদের মনে
বিরাজমান বেশ থমথমে ভীতি!
অর্তকিত অবস্থায় পরিবেশন হচ্ছে
শিক্ষাসহ সামাজিক পরিবেশ,
শর্ত অ-শর্তের জুড়িয়ে দেওয়া বেড়াজালে।
নিরাপত্তা আজ নির্বাসনে,চলার পথ বাঁধাগ্রস্থ ;
অনুমানেও ধরা দিচ্ছে না!
কে সঠিক আর কে বেঠিক?
ওরা কারা,কেন করছে এমন?
কেনই বা আচরণে উদ্ভট চেতনা?
কোথাও কি চেতনাতে পড়েছে ভাটা?
না-কি নেশায় জেগেছে পরিবর্তন?
ওরা কি সবাই এক, না-কি স্বার্থে দ্বিমত!
ওদের শিক্ষা,শেখানো যাবে কি পরবর্তী প্রজম্মকে
না-কি ধাবমান উদ্ভুদ্ধ চেতনায় সমাজ হবে ধন্য?
তোমার চালিকাশক্তি যদি হয় মঙ্গলার্থে,
তুমি রবে জনশক্তির শীর্ষ স্থানে।
ধৈর্যের ললাটে চুম্বন করে এগিয়ে যাও সামনে,
ঘাটতি হতাশাকে আড়ালে গুছিয়ে,
উড়িয়ে দাও সাফল্যের জয় গান।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM