হাফিজুর রহমান ঃ রাজবাড়ি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা কালে ৫১ (একান্ন) পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার এসআই (নিঃ) মোঃ রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে ০১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ২১.৪৫ ঘটিকার সময় বালিয়াকান্দি থানাধীন বাধুলী খালকুলা গ্রামস্থ জনৈক আব্দুল আহাদ (২৩), পিতা- আলীম শেখ এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আলামিন শেখ (২৮), পিতা- মৃত মুক্তার শেখ, সাং- বাধুলী খালকুলা, থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ীকে ৫১ (একান্ন) পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন ।
এ সংক্রান্তে বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। আসামীকে রাজবাড়ি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষনা করেছে, আমার এই থানায় কোনো ধরনের মাদক সেবন, মাদক কারবারি কাউকে ছাড় দেওয়া হবে না।
যে কোনো মূল্যে এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
বালিয়াকান্দি থানার এস আই রাজিব জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকের স্পটে যায় এবং মাদক ব্যবসায়ী একজন কে আটক করতে সক্ষম হই। ‘ সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও পুলিশ কে তথ্য দিয়ে সহযোগীতার আহ্বান জানান।