জুলাই ১৬, ২০২৪, ১১:৩৮ পি.এম
মেধার মূল্য দাও – শেখ মোমতাজুল করিম শিপলু

মেধার মূল্য দাও
শেখ মোমতাজুল করিম শিপলু
কোটার তরে নেয় সুবিধা
মাথামোটা যারা,
তাইতো ঝরে মেধাবী লোক
মেধা শূন্য সারা।
কিছু লোকের অধিকারে
চাকরি সোনার হরিণ,
দারিদ্রতার কষাঘাতে
কাঁদছে গাঁয়ের অরিন।
কোটার তরে অমেধাবী
যেথায় গেছে ছেয়ে,
ঘুষ বাণিজ্য দুর্নীতি সব
ওঠে সিঁড়ি বেয়ে।
মেধার মূল্য না পায় কোটা
ক্যামনে দেশটা আগায়,
স্বাধীনতা পরাধীন আজ
ইতিহাসের পাতায়।
কোটার বোটা ভেঙে ফেলে
মেধাকে টান মারো,
কোটা দিয়ে বাজাইও না
দেশটাকে আর বারো।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM