জুলাই ১৬, ২০২৪, ১১:৩২ পি.এম
হিংসা -শেখ মোমতাজুল করিম শিপলু

হিংসা
শেখ মোমতাজুল করিম শিপলু
হিংসার ললাট কপাট খুলে ফুলদানিতে মন
পরের সুখে ঈর্ষা বুকে কাটায় সময় ক্ষণ।
গরীব ছেলে বিদেশ গেছে ধনীর মনে রেষ,
কপাল কুঁচকে ভাজ পড়েছে চিন্তার নাহি শেষ।
মুচির ছেলে জজ হয়েছে শেখের গেলো মান,
ব্রাহ্মণ ঠাকুর অহংবোধে ধরতে গেলো চান।
যশ খ্যাতি যার বাড়ছে নিত্য পরিশ্রমে ধন
দেখাদেখি হিংসুটে লোক কিনলো আমলী বন।
খবর কাগজ তৈয়ার করে কেউ করতেছে আয়,
মাথামোটা পয়সাওয়ালা ম্যাগাজিনে ধায়।
দেশের শৈলী ভুলে গিয়ে ভিন দেশীতে জন,
পরের রাঙা জীবন দেখে হিংসায় পোড়ায় বন।
পরের রূপে ঈর্ষান্বিত প্রসাধনী ক্রয়,
হৃদয় কালো মানুষগুলো করতে চায় যে জয়।
অন্যের ভালো সয়না প্রাণে খোঁজে শুধু ভুল,
এসব মানুষ সমাজের কীট ভুল নয়তো এক চুল।
অন্যের কর্ম নকলবাজে আয় করতে চায় ধন,
রূপের প্রলেপ মেখে অঙ্গে সুখে রাখে মন।
হিংসুটেদের কাছ থেকে ভাই থাকতে হবে দূর,
স্বার্থ যবে যায় ফুরিয়ে কর্কশ কন্ঠ সুর।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM