জুলাই ১৬, ২০২৪, ১১:২৭ পি.এম
বিলের ধারে মসজিদ – আব্দুস সাত্তার সুমন

বিলের ধারে মসজিদ
আব্দুস সাত্তার সুমন
বিলের ধারে প্রাণের মসজিদ
ঘাটলা বাধা সিড়ি,
লাল পাথরের ইটের সারি
নিভায় অগ্নিগিরি।
পুকুর মাঝে শাপলা ফোটে
পদ্ম ফুলের বাহার,
ইবাদতে মুমিন বান্দা
মগ্ন থাকে তাহার।
ঠান্ডা ঠান্ডা শীতল পানি
পবিত্রতা হলে,
মুসল্লিরা গোসল করে
টলমলে ওই জলে।
নিয়ামতের পূর্ণরাজি
পাখপাখালি সকল,
ছোট মসজিদ বড় পুকুর
গ্রামবাসীদের দখল।
অজু করে শীতল হয়ে
পুকুর পারে বসে,
সবুজ শ্যামল অরন্যতে
নামাজ কালাম শেষে।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM