জুলাই ১৫, ২০২৪, ১২:৩৩ পি.এম
আজন্ম শোক – শেখ মোমতাজুল করিম শিপলু

আজন্ম শোক
শেখ মোমতাজুল করিম শিপলু
মহররমের মাস শুরু হয় হিজরি নতুন সন,
দ্বীন ইসলামের ইতিহাসে কালো অধ্যার ক্ষণ।
কারবালারই জমিন হলো রক্ত বন্যায় লাল,
ষড়যন্ত্রের সেই বুনিয়াদ একষট্টিরই সাল।
এজিদের দল নামের মুসলিম ক্ষমতার হয় লোভ,
নবীর বংশ ধ্বংস করে ঝারে মনের ক্ষোভ।
মুসলিম জাতি দুই ভাগ হলো গগন কালো সাজ,
হোসাইনের দল সত্যের পথে প্রমাণ হলো আজ।
আল্লাহ্ নবীর প্রেমিক মনে নাহি মৃত্যুর ভয়,
এজিদীবাদ নাফরমানের হবে একদিন ক্ষয়।
মহররমের মাস এলে ভাই শোকে মাতম হয়
মোহাম্মদী দ্বীন ইসলামের হবে হবেই জয়।
নামাজ রোজা করতো আদায় নামে মুসলিম ভাই
আজও তারা করছে তাহাই মূলে ঈমান নাই।
নবীর মানে আঘাত করে ওই জালিমের দল
মহররমের শোকের মাসে বল রে সত্য বল।
জানতো সবাই নূর নবীজির নাতি হোসেন জান
এজিদ হুকুম করলে পরে সীমার কাড়ে প্রাণ।
দীর্ঘদিনের এই প্রতিশোধ কারবালাতে নেয়
নানা রকম উপঢৌকন এজিদ তাদের দেয়।
তাদের বংশ হয়নি ধ্বংস রয়নি আজও চুপ,
কিসের আবার মুসলিম তারা জালিম চিহ্ন রূপ।
কোথায় আছে সেই পালোয়ান নবী প্রেমিক বীর
এজিদের দল করবে ধ্বংস মারতে মারতে তীর।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM