জুলাই ১৫, ২০২৪, ১২:৩০ পি.এম
আজ শিয়ালের বিয়ে – শেখ মোমতাজুল করিম শিপলু

আজ শিয়ালের বিয়ে
শেখ মোমতাজুল করিম শিপলু
রৌদ্রে বৃষ্টির দোলাচলে
করছে শিয়াল বিয়ে,
টোপর মাথায় বর সেজেছে
নাকে রুমাল দিয়ে।
দিন দুপুরে ডাকাডাকি
রাজার কর্ণে বাজে,
এই শিয়ালের বিহিত করো
আর যেনো না সাজে।
কনের ঠোঁটে মুচকি হাসি
বর শিয়ালে রাগে,
মাংস নিয়ে কাড়াকাড়ি
বর পেলো না ভাগে।
অবশেষে বৃষ্টি থেমে
বিয়েটা শেষ করলো,
রাজার মাথা বরফ মাখা
রাগটা ঝরে পড়লো।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM