জুলাই ১৫, ২০২৪, ১২:২০ পি.এম
বর্ষা শরৎ দুই ঋতু – শেখ মোমতাজুল করিম শিপলু

বর্ষা শরৎ দুই ঋতু
শেখ মোমতাজুল করিম শিপলু
মুক্তোর টানা হীরের দানা
পরতে মানা নেই,
আষাঢ় বনে জলের সনে
মৎস্য কনে সেই।
বাদল ঝরে বৃক্ষের তরে
নীড়ের পরে আজ,
ঝাপায় কালো নেভায় আলো
ঈশান ভালো সাঁঝ।
গুড়ুম ডাকে বিজলির ফাঁকে
শূন্যে থাকে মেঘ,
বর্ষা মতি সহায় অতি
তীব্র গতি বেগ।
আষাঢ় মেলা শ্রাবণ খেলা
ভাদর বেলা শেষ,
নামতে শুরু স্রোতের কুরু
পলির পুরু দেশ।
শরৎ এসে কাশফুল হেসে
ভালোবেসে কয়,
দুঃখ ভুলে মানবকুলে
শিক্ষা তুলে লয়।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM