জুলাই ১৪, ২০২৪, ২:২০ এ.এম
শ্রাবণ কাল – আব্দুস সাত্তার সুমন

শ্রাবণ কাল
আব্দুস সাত্তার সুমন
এটেল মাটি বেলে ধোয়াশ
বাংলাদেশের ভূমি,
বৃষ্টি ঝরে শ্রাবণ কালে
উর্বরতায় জমি।
চাষাবাদে কিষানে আজ
উৎসব বহু ঘরে,
নতুন ফসল তুলবে চাষা
সকাল সন্ধ্যা ভরে।
শ্রাবণ মাসের ঝড় তুফানে
মৎস্য রাজের মেলা,
বর্ষায় লয়ে খোকা খুকু
আনন্দেরই খেলা।
মলা-ঢেলা ছোট মাছের
আনাগোনা বেশি,
আয়েশ করে খাবো মোরা
বোয়াল, মাগুর দেশি।
নানান ফলের ঘ্রাণে মাতি
পাকা আম যে তুলি,
শাপলা পদ্ম কদম ফুটে
শ্রাবণের দিনগুলি।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM