জুলাই ১৩, ২০২৪, ১:৫১ এ.এম
ময়নামতির তীরে – আব্দুস সাত্তার সুমন

ময়নামতির তীরে
আব্দুস সাত্তার সুমন
মাঝি মাল্লা বাইছে তরী
ময়নামতির তীরে,
হাল ধরেছে পাল উড়িয়ে
বাইছে ধীরে ধীরে।
নদীর পারে বসতবাড়ি
বাতাস যেন বহে,
সুতোর জালে বুনন করে
কষ্টসাধ্য রহে।
মৎস্য তাহার জীবন যাত্রা
রুজি রোজগার স্বল্প!
ময়নামতির ভাঙা গড়া
তাদের নিত্য গল্প।
নদীর বুকে উত্তাল ঢেউয়ে
যুদ্ধ সংগ্রাম লয়ে,
শত বছর পার হয়েছে
ঝড় তুফানি সয়ে।
দাদন আনা দিনমজুরি
মহাজনের থাবা,
আজও ওরা স্বপ্ন দেখে
নীল দিশারির আভা।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM